বার্তা সংস্থা ইকনার ইউরোপ প্রতিনিধির রিপোর্ট : ‘ক্রাসনুইয়ারসিকে’র ধর্ম বিষয়ক অধিদপ্তরের জনসংযোগ বিভাগ গত ২রা মে এ সম্পর্কে জানিয়েছে : কাযাংকা অঞ্চলে এ নতুন ইসলামি কেন্দ্রটি চালু করা হয়েছে।
কেন্দ্রটিতে দু’তলা বিশিষ্ট একটি ভবনে প্রতিষ্ঠিত হয়েছে। এতে রয়েছে মসজিদ, ঐতিহাসিক যাদুঘর, ইসলামি গ্রন্থাগার ও ইসলামি স্কুল। এ কেন্দ্রের ধর্মীয় স্কুলটিতে ছাত্রদের ব্যবহারের লক্ষ্যে কম্পিউটারসহ অন্যান্য উপকরণের ব্যবস্থা করা হয়েছে।
অত্র অঞ্চলের মুফতি কর্তৃক গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ কেন্দ্রের প্রধান হিসেবে ‘আল-দুয কারাওভ’ এবং পেশ ইমামের হিসেবে রামাজান বাদখাশানোভকে নিয়োগ দেওয়া হয়েছে।#999408