IQNA

একটি পূর্ণ মুসলমান রাষ্ট্র প্রতিষ্ঠায়, ফিলিপাইন সরকারের অনুমতি প্রদান

7:33 - May 06, 2012
সংবাদ: 2319016
আন্তর্জাতিক বিভাগ : ফিলিপাইনের সরকার, ইসলামী স্বাধীনতার কঠিন চাপের মুখে আত্মসমর্পণ করেছে এবং ফিলিপাইনের পূর্বে মান্দুনাও নামক দ্বীপ অঞ্চলে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি প্রদান করেছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ফিলিপাইন সরকার ইসলামী স্বাধীনতা সংগ্রামীদের দাবী মেনে নিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করছে।
ফিলিপাইন সরকারের প্রতিরক্ষা সংগঠন প্রধানদের একজন কর্মকর্তা, মারফিক লিউনিন এই বিষয়ে মত প্রকাশ করেছেন, দুই পক্ষ চুাক্তিপত্র সাক্ষর করেছে, য়ে ইসলামী স্বাধীনতা সংগ্রামীদের জন্য একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা তাতে বর্ণিত রয়েছে। এই সংবাদের ভিত্তিতে রাজনৈতিক দৃষ্টি হতে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য হবে এবং ফিলিপাইনের অন্তর্গত হয়ে থাকবে।
996386#
captcha