‘Goal’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই সিজনে নিউকাস্ল টিমের সেরা খেলোয়াড় হিসেবে মাঝমাঠের প্লেয়ার হাতেম ইবনে আরাফাত এবং সেনেগালের দুই আক্রমণভাগের প্লেয়ার পপিস সিসিহ ও দামবাবাকে বিবেচনা করা হয়েছে। ‘অ্যালেন প্যারডি’ আশাবাদী যে, এই তিনজন মুসলিম প্লেয়ারের উপস্থিতিতে চ্যাম্পিয়নস লীগে ম্যানচেস্টার ইউনাইটেড টিমকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করবে।
‘নিউকাস্ল’ ফুটবল টিমের কোচ ‘অ্যালেন প্যারডি’ সম্প্রতি ঘোষণা করেছেন, প্রিমিয়াম লীগে এই ক্লাবের সাফল্যের জন্য এই তিন মুসলিম প্লেয়ারের ধর্মীয় বিশ্বাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
‘অ্যালেন প্যারডি’ মে মাসের ৬ তারিখে ‘The Mail’ ব্রিটিশ সংবাদপত্রে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিন মুসলিম তারকার জন্য নামাযখানা তৈরির ব্যাপারে ‘নিউকাস্ল’ টিমের পরিচালক ‘লি শাস্বর্ণালী’ কথা বলেছেন। তিনি আরও জানান, টিমের কর্মকর্তামণ্ডলী অবশ্যই খেলোয়াড়দের ধর্মীয় বিশ্বাসের প্রতি সমর্থন করা উচিত।
আমাদের উচিৎ প্লেয়ারদের প্রতি শ্রদ্ধা দেখানো! ইংল্যান্ডে অধিকাংশ ফুটবল খেলোয়াড়রা বিভিন্ন ধর্ম অনুসরণ করে এবং তাদের মঙ্গলের জন্য সকল প্রকার সুবিধা প্রদান করতে হবে।
1001869#