আফ্রিকান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ‘আস সাহিফাতুস সাজ্জাদিয়াহ’ বইটি ‘শেখ হারুণ পিংঘিলি’ কর্তৃক অনুবাদ হয়েছে এবং ‘জাফর নিইজানি’ ও ‘আলহাজ্বী লুবুমাবা’ কর্তৃক সম্পাদিত হয়েছে এবং তানজানিয়ার বাজারে প্রকাশ হয়েছে।
ইমাম জয়নুল আবেদিন (আ.)-এর দোয়ার সমন্বয়ে ‘আস সাহিফাতুস সাজ্জাদিয়াহ’ বইটি তানজানিয়ায় ‘সোয়াহিলি ভাষায় প্রথম বারের মত জনসাধারণের স্বার্থে প্রকাশিত হয়েছে।
উল্লেখিত যে, তানজানিয়ার রাজধানী দারুস সালামে ইসলামী সংস্থা “আল এতরাত” সংগঠিত এবং এপর্যন্ত আহলে বায়েতের দৃষ্টিতে ইসলাম শিক্ষা বিষয়ক বহু বই জনসাধারণের স্বার্থে প্রকাশ করেছে।
1005996#