IQNA

ইসলামী জাগরণ অডিটোরিয়ামে, আন্তর্জাতিক বই মেলার কার্যক্রম শুরু

2:11 - May 14, 2012
সংবাদ: 2325075
আন্তর্জাতিক বিভাগ : ইসলামিক দিকনির্দেশনা ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রীর উপস্থিতে, মে মাসের ২ তারিখে, ২৫তম আন্তর্জাতিক তেহরান বই মেলার উদ্বোধন করা হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামী জাগরণ অডিটোরিয়াম, যা ২৫তম আন্তর্জাতিক তেহরান বই মেলার পাশে, ইসলামী জাগরণ ও প্রতিরক্ষা মূলক সাংস্কৃতিক প্রচারণার উদ্দেশ্যে, একটি অডিটোরিয়াম হিসেবে, এবারের বই মেলায় উদ্বোধন করা হয়েছে। ২রা মে ইসলামিক দিক নির্দেশনা ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রি জনাব সায়্যেদ মোহাম্মদ হাসানী, সায়্যেদ মোহাম্মদ রেজা নাকদী, অসহায় সংগঠন সংস্থার প্রধান ও দেশের সাংস্কৃতিক মনা আরও অন্যান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে এটির উদ্বোধন করা হয়।
এই অনুষ্ঠানে জনাব সায়্যেদ মোহাম্মদ হাসানী অডিটোরিয়ামে অবস্থিত, স্টলসমূহ পরিদর্শনের সময়, ইকনার সাংবাদিকদের সাথেও সাক্ষাৎ করেন এবং ইকনার ৪০তম ভাষার, সংবাদ মাধ্যম ইদ্বোধন করেন। উল্লেখ্য যে, এর পূর্বে সংবাদ মাধ্যম ইকনা, ৩৬টি ভাষায়, অনুবাদ করে খবর প্রচার করত। এই পদক্ষেপে, ৪০টি ভাষায় অনুবাদ করে খবর প্রচার করবে। সায়্যেদ মোহাম্মদ হাসানীর উপস্থিতিতে নিম্নক্ত : পর্তুগালই, গ্রীক, জাপানী ও পাঞ্জাবী ভাষা সমূহের উদ্বোধন করা হয়।
এছাড়াও মন্ত্রি আরও অন্যান্য স্টল সমূহ ঘুরে দেখেন ও তাদের অবদান গুলোর সাথে পরিচিতি লাভ করেন। জনাব মন্ত্রি, ইসলামী মূল চিন্তাধারা, ইসলামী সংবাদ ও সাংস্কৃতিক সংগঠন, রাসূলুল্লাহ্ সূর্য সংস্থা ও আরও অন্যান্য স্টল পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, ২৫তম আন্তর্জাতিক তেহরান বই মেলা, ২রা মে হতে ১২ই মে পর্যন্ত চালু থাকবে।
998726#
captcha