IQNA

থাইল্যান্ডের ‘রাচপুরী’ অঞ্চলের শিয়াদের ইমামবাড়ী উদ্বোধন

6:58 - May 14, 2012
সংবাদ: 2325096
সাংস্কৃতিক বিভাগ : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকীতে থাইল্যান্ডের ‘রাজপুরী’ অঞ্চলের শিয়াদের ইমামবাড়ী গত ১২ই মে উদ্বোধন করা হয়েছে।
পূর্ব ও দক্ষিন-পূর্ব এশিয়া অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজপুরী শিয়াদের উক্ত ইমামবাড়ী’র উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠান বিকাল ৪টা হতে রাত ৮টা নাগাদ অব্যাহত থাকে।
এছাড়া অন্যান্য শহরের শিয়ারাও এ দিবস উপলক্ষে এদেশের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় কেন্দ্রসমূহে মাগরিব ও এশার নামাযান্তে বিশেষ মাহফিলের আয়োজন করে।
বক্তাগণ এ সকল অনুষ্ঠানে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জীবনের নৈতিক বৈশিষ্ট্যাবলীসহ অন্যান্য দিকের প্রতি আলোকপাত করে বক্তব্য রাখেন। কাসিদা পরিবেশন ছিল এ সকল অনুষ্ঠানের অন্যতম কর্মসূচী।#1006714
captcha