IQNA

হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে সুডানে বিশেষ পত্রিকা প্রকাশিত

6:58 - May 14, 2012
সংবাদ: 2325099
সাংস্কৃতিক বিভাগ : ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ‘আল-উইসাল’ শিরোনামে বিশেষ পত্রিকা প্রকাশিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আরবি ভাষায় ও ৩২ পৃষ্ঠায় প্রকাশিত এ পত্রিকায় সর্বমোট ৫টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রবন্ধগুলোর শিরোনাম হচ্ছে ; ‘হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জন্মবার্ষিকী ও নারী দিবস’, ‘নারী ও রাজনীতি’, ‘আধ্যাত্মিকতা শক্তিশালী করণে পরিবারের ভূমিকা’, ‘ইসলামে নারীর অধিকার...’, ‘যাহরা (সা. আ.) ও সুষ্ঠ সমাজ গঠনে নারীর ভূমিকা’।
উল্লেখ্য, এ বিশেষ পত্রিক হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগে এবং খারতুমে সক্রিয় নারী বিষয়ক সংগঠনের সহযোগিতায় প্রকাশিত ও বিতরণ করা হয়েছে।# 1006693
captcha