IQNA

লাহোরে ‘ইসলামে নারীর স্থান ও সমাজে নারীর ভূমিক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে

6:57 - May 14, 2012
সংবাদ: 2325100
সাংস্কৃতিক বিভাগ : পাকিস্তানের লাহোর শহরে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১৫ই মে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলনে পাকিস্তানের জাতীয় ও পাঞ্জাব রাজ্যের সংসদ সদস্য, উল্লেখযোগ্য সংখ্যক নারী ব্যক্তিত্ব এবং রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ে সক্রিয়, বিভিন্ন মাযহাবের প্রতিনিধিগণের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে অপর যে সকল ব্যক্তিত্ব উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন তাদের মধ্যে পাকিস্তানের সাবেক শিক্ষামন্ত্রী ‘আফিফা মামদুত’ এবং জামায়াতে ইসলামি পাকিস্তানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের সভাপতি ‘সামিয়া রাহেল কাজী’র নাম উল্লেখযোগ্য।# 1006347
captcha