IQNA

মস্কোয় উৎসব অনুষ্ঠান ‘প্রথাগত খাদ্য’ উদযাপন

0:40 - May 15, 2012
সংবাদ: 2325964
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: মস্কোর মুসলিম অধিবাসীরা ১১ই জুনে, রাশিয়ান মুফতি কাউন্সিল, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডস সেন্টার এবং রাশিয়ান হালাল ফেডারেশনের সহযোগিতায় ‘প্রথাগত খাদ্য’ নামক বিশেষ উৎসব অনুষ্ঠান উদযাপন করবে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: মুফতি কাউন্সিল তথ্য কমিটি ঘোষণা করেছে, রাশিয়ান জাতীয় সংস্কৃতি ও মুসলমানদের খাদ্যের প্রবর্তন, জনসাধারণের মাঝে হালাল ও স্বাস্থ্যকর খাবারের পরিচয় তুলে ধরা এবং আইনসম্মত নীতিমালায় স্বাস্থ্যকর খাবারের প্রস্তুত প্রক্রিয়া হলো এই উৎসবের মূল উদ্দেশ্য।
প্রতিবেদন অনুযায়ী, উক্ত উৎসব অনুষ্ঠানে, হালাল খাদ্য সরবরাহকৃত রেস্টুরেন্ট, জাতীয় প্রতিষ্ঠান সমূহ, সাংস্কৃতিক ও অভিবাসন, মহিলাদের বিভিন্ন আঞ্জুমান এবং জাতীয় হালাল খাদ্যের সঙ্গে সম্পৃক্ত পৃথক উদ্যোক্তা মহোদয় ‘প্রথাগত খাদ্য’ নামক বিশেষ উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ করা প্রয়োজন যে, ‘হালাল মস্কো’ (Moscow Halal Expo 2012) নামক আন্তর্জাতিক প্রদর্শনীর উপান্তে উক্ত উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
1003882#
captcha