IQNA

হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে বিশেষ সভা অনুষ্ঠিত

23:37 - May 15, 2012
সংবাদ: 2326878
সাংস্কৃতিক বিভাগ : ‘হযরত ফাতেমা যাহরা (আ.) এর নৈতিক বৈশিষ্ট্যের পর্যালোচনা’ শীর্ষক সভা গত ১১ ও ১২ই মে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লাখনৌ শহরে অনুষ্ঠিত হয়েছে।
পশ্চিম ও দক্ষিন-পশ্চিম এশিয়া অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : ‘হযরত ফাতেমা যাহরা (আ.) এর নৈতিক বৈশিষ্ট্যের পর্যালোচনা’ শিরোনামে আয়োজিত এ সভা লাখনৌ শহরের ‘আল-যাহরা (আ.)’ মসজিদ পরিষদের উদ্যোগে এ মসজিদে অনুষ্ঠিত হয়।
উভয়দিন এ অনুষ্ঠান শহরের বিশিষ্ট ক্বারী জনাব দিলবারের কর্তৃক পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
এতে আল-মোস্তফা (স.) ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ের ভারত শাখার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মানযার সাদেক হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর ব্যক্তিত্ব এবং তাঁর নৈতিক বৈশিষ্ট্যের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।# 1005172
captcha