ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: “নামাজ বেহেস্তের চাবি” বাইটির উৎস হিসেবে পবিত্র কোরআন শরিফ, আরবি সাহিত্যের পরিচালনার কৌশল, পবিত্র কোরআনের ব্যাখ্যা, সমসাময়িক ফেকহ বইগুলো ব্যবহার কারা হয়েছে।
উল্লেখ্য যে, এই বইটি ২০০৬ সালে হযরত ফাতেমা জাহরা (সা. আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে প্রথম বারের মত প্রকাশিত হয়েছিল এবং ২০১২ সালে কিরগিজস্তানে অবস্থিত ইরানী সাংস্কৃতিক সহদূতের আর্থিক সহায়তায় নতুন ডিজাইনে ১০০০ কপি জনসাধারণের সেবার জন্য বাজারে প্রকাশিত হয়েছে।
1008310#