ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মাহমুদ ঝাগাঝুগের ২০০৪ সালের ১৭ই নভেম্বরের বিশেষ বক্তৃতার আলোকে প্রকাশিত এই বইটি মিশরে অস্ট্রিয়া ও প্রিন্ট করা হয়েছে।
ইসলাম ও খ্রিস্টান ধর্ম প্রাপ্তির জন্য সর্বোত্তম, আধুনিক বিশ্বে বিভিন্ন সমস্যার ও তার সমাধান বিষয়ে উক্ত বইটি লেখা হয়েছে। এই বইয়ে আরও উল্লেখ হয়েছে যে, ইসলাম ও খ্রিস্টান ধর্মের অনুসারীগণ সম্মিলিত হয়ে নিজেদের নীতির উপর নির্ভর করে বর্তমান পরিবেশের বিভিন্ন সমস্যা সহজ ভাবে সমাধান করতে পারবে।
উল্লেখ্য যে, কায়রোতে প্রিন্ট কৃত উক্ত বইটি বর্তমানে ইন্টারনেটে চার ইউরোতে পাওয়া যাচ্ছে।
1008312#