IQNA

আফগানিস্তানে ‘স্থায়ী ফরিয়াদ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে ; রচনা লেখার আহবান

23:09 - May 18, 2012
সংবাদ: 2328513
সাংস্কৃতিক বিভাগ : ইমাম খোমেনী (রহ.) এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে আফগানিস্তানের শিয়া ওলামা পরিষদ, ‘স্থায়ী ফরিয়াদ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থায় ইকনা সংবাদদাতার রিপোর্ট : ওলামা পরিষদ এদেশের গবেষক ও চিন্তাবিদদেরকে উক্ত বিষয় ভিত্তিক ১৫টি বিষয়ে প্রবন্ধ রচনার আহবান জানিয়েছে।
উল্লেখ্য, নির্বাচিত প্রবন্ধসমূহ উক্ত সম্মেলনে পাঠ করা হবে এবং এর লেখককে পুরস্কৃত করা হবে।#1008870
captcha