রাজনৈতিক ও সামাজিক বিভাগ: তাতারস্থানের রাজধানী কাজানে ১৩ই মে, এদেশের ধর্মীয় প্রশাসন কার্যালয়ের উচ্চাকাঙ্ক্ষা ও উদ্যোগে মুসলিম দাতব্য মেলা, ‘মারজানি’ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এই মেলায়, কিছু অনাথ শিশুদের সাহায্য করা হয়েছে। শিশু, যুবক ও প্রতিবন্ধীদের বিভিন্ন হস্তশিল্প এই প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে।
এছাড়াও উক্ত মেলায় দাতব্য প্রতিষ্ঠান "Gulnara Sadqava» এর পরিচালক তার নিজের বক্তৃতায় বলেন, এই মেলায় অধিকাংশ কারুশিল্প এদেশের নবযুবক এবং প্রতিবন্ধী যুবরা তৈরি করেছে। আমাদের দায়িত্ব এসমস্ত শিশুদের সঠিক ভাবে পরিচালনা করা কারণ এরও দেশের সম্পদ। এই মেলা প্রতি সপ্তাহে তাতারস্থানের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হবে।
1008592#