ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তুরস্কের দ্বীন ও ইসলামী গবেষণা সংগঠনের সদস্য, ডাঃ মুহাম্মদ আউরসি এ বিষয়ে বলেন, এখন সময় এসেছে “সংঘবদ্ধ বিজ্ঞান সংঘ” প্রতিষ্ঠিত করার। আর তাহলেই আমরা, নবী করিম (সা.)এর উদ্দেশ্য, দ্বীন, ব্যক্তিত্ব ও বিভিন্ন নিদর্শন, বিশ্ববাসীর নিকট তুলে ধরতে পারবো এবং তাদের মধ্যে এ সমস্ত বিষয়ের প্রসার ঘটাতে সক্ষম হবো।
ডাঃ আউরসি এই বিষয়ে তার মত প্রকাশ করে বলেন, তুরস্কের বিশ্ববিদ্যালয় সমূহে, উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় গুরুত্ব আরোপ করা হয়নি। অপর পক্ষে, বর্তমানে তুরস্কের সকল বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন সংগঠন চালু রয়েছে, কিন্তু দুঃখের বিষয়, যে সংগঠনটি নবী করিম (সা.) এর জীবন-যাপন, ব্যক্তিত্ব, উদ্দেশ্য ও পবিত্র দ্বীন ইসলামের গবেষণার জন্য অতীব জরুরী, তা এ পর্যন্ত চালু করা হয়নি। অতএব, এই বিষয়টিকে কেন্দ্র করে, নতুন প্রজন্ম ও পশ্চিমা দেশ বাসীর নিকট, নবী করিম (সা.) এর ব্যক্তিত্ব ও দ্বীন ইসলামের প্রকৃত অবস্থান তুলে ধরার জন্য, এই বিষয়ের উপর, অভিজ্ঞ ও বিশেষ জ্ঞান বিশেষজ্ঞ সংঘ, প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে।
আউরসি অবশেষে বলেন : তুরস্কে বর্তমানে প্রায় দুইশতর বেশি বিশ্ববিদ্যালয় চালু রয়েছে, যেখানে নবী করিম (সা.) কে সর্বোচ্চ পর্যায়ে, নতুন প্রজন্ম সহ অন্যান্য দেশেও তুলে ধরা যেতে পারে।
ডাঃ তার বক্তব্যের শেষে বলেন, নবী করিম (সা.) ১৪০০শ বছর পূর্বে বিশ্বের মানুষের নিকট, পবিত্র দ্বীন ইসলামের পরিচয় করিয়েছেন এবং বর্তমানে বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ মানুষ, পবিত্র এই দ্বীন ইসলামকে বিশ্বাস করেন। তাই সমস্ত আলেম সমাজের উচিৎ, গুরুত্ব সহকারে, মসজিদ, মাদ্রাসাসহ বিশ্ববিদ্যালয় গুলোতেও এ বিষয়ে আলোচনা করা।
1000534#