IQNA

লন্ডনে ‘নেজাতকারীর অপেক্ষা’ নামক সম্মেলন উদযাপন

23:09 - July 16, 2012
সংবাদ: 2370256
আন্তর্জাতিক বিভাগ: লন্ডনে ইসলামিক সেন্টারে ইমাম মাহদী (আ. ফা.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ৮ম জুলাই ‘নেজাতকারীর অপেক্ষা’ নামক সম্মেলন উদযাপন হয়েছে।
‘ic-el’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত সম্মেলন ইংরাজি ভাষায় ৮ম জুলাই স্থানীয় সময় ১৬ থেকে ১৮ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
‘নেজাতকারীর অপেক্ষা’ সম্মেলনটি লন্ডন ইসলামিক সেন্টার এবং ইসলামি আহলে বায়েত সংগঠনের প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়েছে।
‘নেজাতকারীর অপেক্ষা’ সম্মেলনে মুসলিম চিন্তাবিদরা, বিশ্ব এবং মাহদী (আ. ফা.), কারবালা থেকে মাহদী (আ. ফা.), অপেক্ষার সময়ে আমাদের দায়িত্ব সহ অন্যান্য বিষয়গুলো বিস্তারিত ভাবে আলোচনা করেছেন।
এছাড়াও লন্ডন ইসলামিক সেন্টার ৫ম জুলাই (১৫ই শাবান), ইমাম মাহদী (আ. ফা.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে স্থানীয় সময় ১৯ ঘটিকায় বিশেষ উৎসব অনুষ্ঠান উদযাপন করেছে।
captcha