IQNA

ইস্তাম্বুলে ইসলামী শিল্পের প্রদর্শনী

23:00 - August 10, 2012
সংবাদ: 2389599
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি যাদুঘরে ‘পবিত্র যাত্রা’ নামক ইসলামী শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
‘Hurriyet’ সংবাদপত্রের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রদর্শনীতে ১৭টি দেশ থেকে আগত ২৬ জন শিল্পীর আকসা মসজিদ, নাবাবি মসজিদ এবং পবিত্র কা’বা শরীফের উপর নির্মিত বিভিন্ন শিল্প প্রদর্শিত হয়েছে।
‘পবিত্র যাত্রা’ নামক শিল্প প্রদর্শনীটি সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে পবিত্র এই তিনটি মসজিদের গুরুত্বকে ফুটিয়ে তোলার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রদর্শনী ১৩ই জুলাই সৌদি আরব এবং তুরস্কের সংস্কৃতি মন্ত্রী ‘আকমাল উদ্দিন এহসান উঘুলু’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এবং উক্ত শিল্প প্রদর্শনী ২৬শে আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
1055149#

captcha