মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি পবিত্র রমজান মাস উপলক্ষে ১৩২৭ জন বন্দীদের জেল থেকে মুক্তি প্রদান করেছে। তাদের মধ্যে 44৪৪ জন বিদেশী নাগরিক রয়েছে।
এ দেশের রাষ্ট্রপতি ‘কোরবান কলি ব্রাদারই মোহাম্মাদ ওফ’ পবিত্র রমজান মাস শেষের দিকে এসকল বন্দীদের মুক্তিপত্রে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসের ‘শাবে কাঁদর’ উপলক্ষে এদেশে ৭৮ সাল থেকে প্রতি বছরই জেল থেকে বন্দীদের মুক্তি প্রদান করা হচ্ছে।
1078407#