সাংস্কৃতিক বিভাগ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন, এদেশে ইসলাম ধর্মের বিশেষ স্থানের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন : ইসলাম ধর্মের নৈতিক মূল্যবোধের প্রতি দৃষ্টি রেখে বলতে হয় যে, পবিত্র এ ধর্ম রাশিয়ার জনগণের মাঝে বিশেষ স্থানের অধিকারী।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : রাশিয়ার প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার ৩০শে আগস্ট, রাশিয়ার হজ্জ বিষয়ক সংস্থার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেরিত এক অভিনন্দন বার্তায় বলেছেন : বর্তমানে ইসলাম ধর্ম রাশিয়ার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি বলেন : ইসলামের চিরন্তন মূল্যবোধ, দয়ার্দ্রতা, ন্যায়বিচার ও সহমর্মিতার উপর প্রতিষ্ঠিত। আমাদের দেশের লক্ষ লক্ষ জনগণ ঐশী এ ধর্মের অনুসারী।
তিনি আরো বলেন : সম্প্রতি বছরগুলোতে রাশিয়ার হজ্জ সংস্থা শুধুমাত্র অগ্রগতিই করেনি, বরং রাশিয়ান মুসলমানদের হজ্ব বিষয়ক ও বিভিন্ন পবিত্র স্থানে যেয়ারতে প্রেরণ বিষয়ে নানাবিধ সমস্যার সমাধান করতেও সক্ষম হয়েছে।#1089444