IQNA

রাশিয়ার মুফতি পরিষদের প্রধান হিসেবে পূনরায় নির্বাচিত হয়েছেন ‘গাইনুদ্দীন’

18:02 - September 02, 2012
সংবাদ: 2403552
সাংস্কৃতিক বিভাগ : রাশিয়ার গ্রান্ড মুফতি রাভিল হাযরাত গাইনুদ্দীন পূনরায় এদেশের মুফতি পরিষদের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মধ্য এশিয়া ও কাযাকিস্তানের সাবেক গ্রান্ড মুফতি শেইখ মুহাম্মাদ সাদেক মুহাম্মাদ ইউসুফ গত বৃহস্পতিবার ৩০শে আগস্ট এক শুভেচ্ছা বার্তা প্রেরণ পূর্বক হাযরাত গাইনুদ্দীনকে পূনরায় রাশিয়ার মুফতি পরিষদের প্রধান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন : কয়েকটি জাতি সমৃদ্ধ ও বিভিন্ন ধর্মের একটি দেশে মুসলমানদের নেতা হিসেবে ইসলামের খেদমত করা সত্যিই গর্বের বিষয়।
তিনি তার ঐ বার্তায়, রাশিয়া সমাজ ও মুসলিম উম্মাহ’র স্বার্থসিদ্ধ বিষয়ে তত্পরতা চালানোর জন্য জনাব রাভিল হাযরাত গাইনুদ্দীনের জন্য সফলতা কামনা করেছেন।#1088679
captcha