IQNA

লাহোরে ‘ইসলামি গ্রন্থ’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন

14:26 - September 09, 2012
সংবাদ: 2408150
সাংস্কৃতিক বিভাগ : ‘ইসলামি গ্রন্থ’ শীর্ষক প্রদর্শনী পাকিস্তানের লাহোর শহরে শুরু হয়েছে।
Daily Times –এর ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের শিক্ষা ও প্রশিক্ষণ মন্ত্রী ‘মুজতাবা শুজাউর রহমান’ এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন : বর্তমান যুগে বিভিন্ন প্রযুক্তির আবিস্কারের পর বই পড়ার অভ্যাস অনেকের জন্য অন্যাভ্যাসে পরিণত হয়েছে। আমি মনে করি কোন কিছুই বই পড়ার স্থানকে দখল করতে সক্ষম নয়। কেননা বই পড়া মানুষকে অন্তর্দৃষ্টি দান করে এবং পাঠকের জ্ঞান বৃদ্ধি করে। এ সময় তিনি বই পড়া সংস্কৃতি বিশেষতঃ ইসলামি বই পড়ার সংস্কৃতিকে যুবসমাজের মাঝে প্রসারের প্রতি গুরুত্বারোপ করেন।
দেশের উন্নতির জন্য সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে –এ কথা উল্লেখ করে জনাব শুজাউর রহমান বলেন : এক্ষেত্রে অবশ্যই বিজ্ঞবান ও লেখক সমাজের সহযোগিতা গ্রহণ করতে।
তিনি তার বক্তব্যের শেষাংশে বলেন : শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গ্রন্থাগারকে অত্যাধুনিক করতে বিশেষ বাজেট নির্ধারণ করা হয়েছে।#1093959
captcha