বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: দ্বিমাসিক নিউজ লেটারের ৩৪তম বত্সরের ৩য় ও ৪র্থ সংখ্যা (মে-আগস্ট) ৯৬ পৃষ্ঠায়, সর্বমোট ১০ হাজার সংখ্যা প্রকাশিত হয়েছে।
নিউজ লেটারের এবারের সংখ্যায় যে সকল গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে তম্মধ্যে রয়েছে : মাসুমিন (আ.) এর বাণী, রোজার গুরুত্ব ও ফজিলতের উপর মা’সুমীন (আ.) হতে বর্ণিত ১৪টি হাদীস, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় হযরত মুহাম্মাদ (স.) এর ভূমিকা, হযরত ইমাম খোমেনী (রহ.) এর দৃষ্টিতে নৈতিকতা ইত্যাদি। এছাড়া এতে রয়েছে ঢাকাস্থ ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের বিভিন্ন কর্মসূচী ও কর্মতত্পরতার খবর এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ।
উল্লেখ্য, পত্রিকাটির শেষের ৩ পৃষ্ঠায় এ সংখ্যার সারসংক্ষেপের ইংরেজী অনুবাদ স্থান পেয়েছে।#