IQNA

ইউক্রেনে মুসলিম ওলামা এবং ধর্ম বিশেষজ্ঞদের বাগবিতণ্ডা

1:19 - September 23, 2012
সংবাদ: 2417241
রাজনৈতিক বিভাগ: ‘আধুনিক বিশ্বে ইসলাম’ বিষয়ক বিশেষ বাগবিতণ্ডা ২৭শে সেপ্টেম্বর ইউক্রেনের রাজধানী ‘কিফের’ কারিগরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মুসলিম ধর্মীয় প্রশাসন বিভাগ জানিয়েছে, এই মুনাজারার প্রধান বিষয়বস্তু হচ্ছে, বর্তমান বিশ্বে ইসলাম, ইসলাম ও সহিংসতা এবং ইসলামে নারী ভূমিকা।
উক্ত মুনাজারায় মুসলিম প্রতিনিধি হিসেবে ইউক্রেনের মুসলিম ধর্মীয় প্রশাসনের প্রধান ‘আহমেদ তামিম’ ও উক্ত প্রশাসনের ভারপ্রাপ্ত পরিচালক ‘রুস্তম গাফ্ফারি’র অন্যান্য ধর্মের প্রতিনিধি হিসেবে মস্কো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ‘Yuriy Petrash’, ‘Sergey Ivanov’ এবং ‘Evgraf Duluman’ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
1103043
captcha