IQNA

সারাদেশে ঢিলেঢালা হরতাল পালিত

8:15 - September 24, 2012
সংবাদ: 2418181
সাংস্কৃতিক বিভাগ : রোববার সারাদেশে সমমনা ইসলামী ১২ দলের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে পিকেটারদের মাঠে দেখা যায়নি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদ ও নির্মাতার শাস্তির দাবিতে ঢাকায় মিছিলে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়। হরতালে দূরপাল্লার বাস চলাচল করেনি। অভ্যন্তরীণ রোডে ছোট যানবাহন চলাচল করেছে। স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে চলচ্চিত্রটি নিষিদ্ধ ও নির্মাতার শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান।#
captcha