কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘লিরবিয়া’ মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব আনোয়ার মনসুর ৬ই সেপ্টেম্বর জানিয়েছেন, আমরা এই নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে বৃষ্টির প্রার্থনা করেছি।
তিনি আরও জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে না। এ শহরের বহু কুয়া শুকিয়ে গিয়েছে। আর এ করণে এই অঞ্চলের জনগণদের অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। এজন্যই এই মাদ্রাসার পক্ষ থেকে এসতেসকান (বৃষ্টির প্রার্থনা চেয়ে নামাজ) নামাজের ব্যবস্থা করা হয়েছে।
1093266