IQNA

চাচানে প্রথম মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন

0:55 - September 27, 2012
সংবাদ: 2420771
সামাজিক বিভাগ: চাচানের ‘শালিনশাকি’ শহরে এদেশের মুসলিম নারীদেরকে ইসলাম ও কুরআন শিক্ষা সাথে বেশী করে পরিচয় গড়ে তোলার উদ্দেশ্যে এই মাদ্রাসা নির্মাণ করা হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই শালিনশাকি শহরের বিশিষ্ট ক্বারি পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরবর্তীতে দর্শকদের উৎসাহিত করার জন্য ইসলামিক সঙ্গীত পরিবেশন করা হয়।
মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে চাচান মুসলিম পরিষদের কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ, শালিনশাকি শহরের মেয়র, ইসলামী সংস্থার প্রতিনিধিবর্গ, মাদ্রাসার শিক্ষার্থী এবং এই অঞ্চলের মুসলমান অধিবাসীরা উপস্থিত ছিলেন। 1106418
captcha