IQNA

কাতিফে মহানবী (স.) এর সমর্থনে বিশেষ অনুষ্ঠান

19:24 - September 28, 2012
সংবাদ: 2421457
সাংস্কৃতিক বিভাগ : হযরত মুহাম্মাদ (স.) এর সমর্থনে বিশেষ অনুষ্ঠান গতকাল ২৭শে সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রে ‘ইনোসেন্স অফ মুসলিম’ নামক অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে সৌদি আরবের কাতিফ শহরে অনুষ্ঠিত হয়েছে।
কাতিফ নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ অনুষ্ঠান ‘হে রাসুল, আমরা সকলে তোমার উপর উত্সর্গ’ শীর্ষক শিরোনামে গতকাল স্থানীয় সময় রাত ৮ টায় কাতিফের ফাতিমিয়াহ স্কয়ারে অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণকারীরা হযরত মুহাম্মাদ (স.) এর প্রতি অবমাননাকর মার্কিন-ইসরাইলি চলচ্চিত্রের নিন্দা জানান। এতে কয়েকজন ওলামা ও চিন্তাবিদ বক্তব্য রাখেন।# 1107640
captcha