IQNA

খুলনায় হযরত ইমাম রেজা (আ.) এর জন্মবার্ষিকী পালিত

16:57 - September 29, 2012
সংবাদ: 2422262
সাংস্কৃতিক বিভাগ : হযরত ইমাম আলী ইবনে মুসা আল-রেজা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান গত বৃহস্পতিবার (২৭শে সেপ্টেম্বর) খুলনায় অনুষ্ঠিত হয়েছে।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : অষ্টম ইমাম হযরত ইমাম আলী ইবনে মুসা আল-রেজা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল গত বৃহস্পতিবার খুলনার কাসরে হুসাইনী ইমামবাড়ীতে অনুষ্ঠিত হয়।
ইসলামি শিক্ষা কেন্দ্র খুলনা ও আঞ্জুমানে পাঞ্জাতানী’র উদ্যোগে খুলনাস্থ কাসরে হুসাইনী ইমামবাড়ীতে আয়োজিত এ আনন্দ মাহফিল পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামি শিক্ষা কেন্দ্রে শিক্ষক মোঃ শহীদুল হক। বাদ মাগরিব শুরু হওয়া এ আনন্দ মাহফিল রাত ১০টা অবধি অব্যাহত থাকে। পবিত্র কুরআন তেলাওয়াতের পর জনাব গামখার হুসাইন কাসিদা পরিবেশন করেন।
এতে বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ এবং খুলনা শিয়া মসজিদের পেশ ইমাম ও খতিব হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে ঢাকাস্থ ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক প্রকাশিত একটি বই উপস্থিত মু’মিনদের মাঝে বিতরণ করা হয়।#1109544
captcha