IQNA

ইমাম রেজা (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে নারীকল্যাণ পরিষদের উদ্যোগে বিশেষ আলোচনা সভা

18:31 - September 29, 2012
সংবাদ: 2422318
সংস্কৃতিক বিভাগ : হযরত ইমাম আলী ইবনে মুসা আল-রেজা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা খুলনাস্থ ইসলামি শিক্ষা কেন্দ্রের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : খুলনা ও খালিশপুরের আহলে বাইত (আ.) এর অনুসারী নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজিত এ আলোচনা সভা গতকাল শুক্রবার (২৮শে সেপ্টেম্বর) খুলনাস্থ ইসলামি শিক্ষা কেন্দ্রের নিজস্ব মিলনায়তনে স্থানীয় সময় বিকাল ৩টা হতে ৬টা অবধি অনুষ্ঠিত হয়।
বক্তাগণ সৈয়দা মাসুমা বাতুল (খুলনা), সৈয়দা সারওয়ারি বেগম (খালিশপুর), সৈয়দা শাহেদা (খালিশপুর) এ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
সৈয়দা খুরশিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী। এ আলোচনা সভা যাহরা নারীকল্যান পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে।#
captcha