কুয়েতি ‘KUNA’ সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মুসলিম ইউনিয়নের সভাপতি জানিয়েছেন, উক্ত ইসলামী প্রদর্শনী ২৮শে সেপ্টেম্বর শুরু হয়েছে এবং পহেলা অক্টোবরে সফলতার সাথে শেষ হয়েছে। এই প্রদর্শনীতে ইসলামী বই বিক্রয়ের জন্য প্রায় ২০০টি বুথ, বাচ্চাদের জন্য ইসলামী বিনোদন, মুসলমানদের জন্য স্থানী ইসলামী পোশাক এবং বিভিন্ন ধরণের হালাল পণ্য সামগ্রী উপস্থাপন করা হয়েছিল।
তিনি আরও জানান, উক্ত ইসলামী প্রদর্শনীতে প্রায় ১১ হাজার জন পরিদর্শন করেছে। তাদের মধ্যে অনেকেই অমুসলিম অঞ্চলের নাগরিক।
১৪ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণকারী এক বেলজিয়াম নাগরিক এই প্রদর্শনী সম্পর্কে বলেন, বেলজিয়ামের ৫ শতাংশ অধিবাসী মুসলমান যা প্রায় ৫ লক্ষ হবে। আর এদেশের মুসলমানেরা এই প্রকার অনুষ্ঠানের প্রত্যাশা করে।
উল্লেখ্য, ৪ দিন ব্যাপী এই ইসলামী প্রদর্শনী অনুষ্ঠান, বেলজিয়াম মুসলিম ইউনিয়ন এবং ফ্রান্সের ‘GEDIS’ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
1111385