IQNA

ভারতে ‘ইমাম রেজা (আ.)এর সংক্ষিপ্ত জীবন’ নামক বইয়ের মোড়ক উন্মোচন

1:53 - October 04, 2012
সংবাদ: 2425580
সাহিত্য বিভাগ:’সাইয়্যেদ মোহাম্মাদ নাজাফি ইয়াজদি’র লিখিত ‘ইমাম রেজা (আ.)এর সংক্ষিপ্ত জীবন’ বইটি হিন্দি ভাষায় অনুবাদ হয়েছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লাকনু শহরের ‘মোহাম্মাদ আলী শাহ’ হোসাইনিয়াতে অনুবাদকৃত এই বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ১৭৩ পৃষ্ঠা বিশিষ্ট এই বইটি ইরানের রাজাভি কোদস ওস্তানের পক্ষ থেকে মাশহাদের ‘প্রচার ও যোগাযোগ ডিপার্টমেন্টে’র সহযোগিতায় ৩০০০ কপি প্রকাশিত হয়েছে।
‘সাইয়্যেদ মোহাম্মাদ নাজাফি ইয়াজদি’র ফার্সি ভাষায় লিখিত ‘ইমাম রেজা (আ.)এর সংক্ষিপ্ত জীবন’ বইটি আব্বাস আসগর শাবরিজি এবং মোহাম্মাদ হাসান নাকাভি হিন্দি ভাষায় অনুবাদ করেছে। ২য় অক্টোবর এই বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
1112492
captcha