ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ১৭৩ পৃষ্ঠা বিশিষ্ট এই বইটি ইরানের রাজাভি কোদস ওস্তানের পক্ষ থেকে মাশহাদের ‘প্রচার ও যোগাযোগ ডিপার্টমেন্টে’র সহযোগিতায় ৩০০০ কপি প্রকাশিত হয়েছে।
‘সাইয়্যেদ মোহাম্মাদ নাজাফি ইয়াজদি’র ফার্সি ভাষায় লিখিত ‘ইমাম রেজা (আ.)এর সংক্ষিপ্ত জীবন’ বইটি আব্বাস আসগর শাবরিজি এবং মোহাম্মাদ হাসান নাকাভি হিন্দি ভাষায় অনুবাদ করেছে। ২য় অক্টোবর এই বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
1112492