IQNA

রাশিয়ায়, ইরানী হস্তশিল্প ও ভাস্কর্য প্রদর্শনী

1:25 - October 05, 2012
সংবাদ: 2425802
শিল্প বিভাগ: মস্কোর সমসাময়িক যাদুগরে ইরানী হস্তশিল্প ও ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠান ২য় অক্টোবরে ইরানী সংস্কৃতি মন্ত্রী ‘সইয়্যেদ মোহাম্মাদ হোসাইনী’র উপস্থিতি উদ্বোধন হয়েছে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরানী হস্তশিল্প ও ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠান ২য় অক্টোবরে রাশিয়ান সংস্কৃতি মন্ত্রী ‘এন্ডার বুসিঘিন, রাশিয়ান সাংস্কৃতিক দপ্তরের কর্মকর্তা মণ্ডলী, ইরানী রাষ্ট্রদূত ‘রেজা সাজ্জাদী’ রাশিয়ায় অবস্থিত ইরানী সাংস্কৃতিক সহদূত ‘অবুজার ইব্রাহীম তুরকামানী’, অন্তর্জাতিক ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার ভাইস প্রেসিডেন্ট ‘নাজাফী বারজেগার’ এবং কিছু রাশিয়ান অধিবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
এই প্রদর্শনীতে বিভিন্ন ধরণের ছবি, পেইন্টিং, ধর্মীয় চিত্র, খচিত কর্ম, মৃত্তিকা শিল্প, ভাস্কর্য সহ বিভিন্ন ধরণের হস্তশিল্প দর্শকের সম্মুখে উপস্থাপন করা হয়েছে।
উল্লেখ্য যে, ইরানী সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে ৫০জন ইরানী শিল্পর উপস্থিতিতে ৮ম অক্টোবর পর্যন্ত মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে এই প্রদর্শনী অব্যাহত থাকবে।
1112874
captcha