IQNA

হারারে ‘শামসুশ শুমুস’ প্রদর্শনী অনুষ্ঠিত

23:56 - October 05, 2012
সংবাদ: 2426099
শিল্প বিভাগ: হারারের ‘অলে মসজিদে’র মিলোনাতায়নে ইসলামী ছবি এবং পোষ্টার, সফটওয়্যার, ইমাম রেজা (আ.)কে নিয়ে লিখিত বই সমূহ প্রদর্শিত হয়েছে।
ইসলামী সাংস্কৃতিক ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রদর্শনী ইমাম রেজা (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এবং দর্শক মণ্ডলী ব্যাপক স্বাগত জানিয়েছে।
‘শামসুশ শুমুস’ প্রদর্শনীতে বিভিন্ন দেশ থেকে আগত দর্শক মণ্ডলী অত্যন্ত আকর্ষণের সঙ্গে এই প্রদর্শনী উপভোগ করেছে।
উল্লেখ্য যে, ইমাম রেজা (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বর্তমানে Kadvma শহরের ইমাম খোমেনী (রাহ.) ইসলামিক সেন্টার এবং আল-জাহরা (ছা.) কলেজে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
1111722
captcha