বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এদেশের রাজধানী তাফলিস শহরের ককেশাস মুসলমানদের শাখা অফিসের তত্ত্বাবধায় হুজ্জাতুল ইসলাম আলী আলীওভ গত মঙ্গলবার ঘোষণা করেছেন : এ রেডিও চালু এবং ইসলামি অনুষ্ঠানমালা প্রচারের অনুমোদনের জন্য বর্তমানে জর্জিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা অব্যাহত রয়েছে।
তিনি বলেন : জর্জিয়ার জনগণকে বিশেষতঃ এদেশের মুসলমানদেরকে ইসলাম ও কোরআন ভিত্তিক শিক্ষা সম্পর্কে অবগত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।
তিনি ককেশাস মুসলমানদের এ শাখা অফিসের কার্যক্রমের কথা উল্লেখ করতে গিয়ে বলেন : বর্তমানে জর্জিয়ায় যুবকদের ইসলাম ধর্ম গ্রহণের সংখ্যা লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে, এ বিষয়টি দৃষ্টিতে রেখে বিভিন্ন সম্মেলন, আলোচনা সভা, প্রশিক্ষণমূলক কর্মশালা, গ্রন্থ অনুবাদ, ইসলামি গ্রন্থ প্রকাশ ইত্যাদি কর্মসূচীকে আমরা প্রাধান্য দিচ্ছি।#1116092