IQNA

আল্লাহ’র ঘরে হজ্জের উদ্দেশ্যে পাঁচ হাজার কাজাকস্থানি

22:36 - October 16, 2012
সংবাদ: 2432944
সামাজিক বিভাগ: পাঁচ হাজার কাজাকস্থানি হজ্বের উদ্দেশ্যে পবিত্র মক্কা’য় গিয়েছেন।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাজাকস্থানের বিশিষ্ট মুফতি ‘খালি জান হাজি বাইরিবা কলি’ ১৪ই অক্টোবর একটি বিবৃতিতে বলেছেন, সৌদি আরবের সরকার কাজাকস্থানির জন্য পাঁচ হাজার হাজি বরাদ্দ করেছে। গত বছরের তুলনায় এক হাজার হাজি বেশি।
তিনি আরও বলেছেন, সমস্ত হাজিদের সেবা পরিবেশনের জন্য এদেশের ১৮টি পর্যটন কোম্পানি নিজেদের সাধ্য মত চেষ্টা করেছে। এসকল হাজিদের জন্য বিশেষ এয়ারলাইন্সের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
1119771
captcha