কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই মাদ্রাসাটি ১৫ই অক্টোবর স্থানীয় জনতা, ওলামাবৃন্দ এবং ইসলামিক চিন্তাবিদদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়েছে। ‘ইমাম জামানা (আ.) মাদ্রাসাই আকাইদ, ইসলাম পরিচিতি এবং আহকাম শিক্ষা প্রদান করা হবে।
উক্ত মাদ্রাসাই সপ্তাহের প্রতিদিন স্থানীয় সময় ১৫টা থেকে ১৮ ঘটিকা পর্যন্ত ক্লাস নেওয়া হবে। শিক্ষক হিসেবে এদেশের বিশিষ্ট ওলামা-বৃন্দদের নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, ইসলামী জ্ঞান বৃদ্ধির জন্য লাখনা শহরের উৎসাহিত শিশু এবং যুবকেরা এই মাদ্রাসাই যোগাযোগ করতে পারেন।
1120463