IQNA

পাক্ষিক ফজরের নতুন সংখ্যা প্রকাশিত

23:52 - October 21, 2012
সংবাদ: 2435541
সাংস্কৃতিক বিভাগ : পাক্ষিক ফজরের ১৬তম বর্ষের ২য় সংখ্যা গত ২৮শে জিলকদ (১৫ই অক্টোবর) প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাক্ষিক ফজরের নতুন সংখ্যা গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। ফজরের এবারের সংখ্যায় যে সকল গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে সেগুলোর শিরোনাম :
(১) হজ্জের মহাসমাবেশ থেকে মুসলিম মিল্লাতের ঐক্যের কর্মসূচী চাই (সম্পাদকীয়)।
(২) বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স.) : ইসলামি ঐক্যের মূল অক্ষ।
(৩) ইসলামের দৃষ্টিতে ঈদে গাদ্বীর (মোঃ মনোয়ার হুসাইন)।
(৪) মুসলমানদের জীবনে আল কুরআনের প্রভাব ও গুরত্ব (আল্লামা তাবাতাবায়ী)।
(৫) কুরআন ও সুন্নাত এবং সুন্নাতে রাসূল স. (সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী)।
(৬) ওয়াশিংটনের সঙ্গে কোন আলচনায় বসবে না তেহরান : খাতামী।
(৭) গাদ্বীর হচ্ছে শিয়াদের পরিচয় : হুসাইনী বুশাহরী।
(৮) মাতাল হয়ে গাড়ী চালানোর দায়ে ক্যাথলিক আর্চবিশপের জরিমানা।
(৯) ইতিহাসের পাতা থেকে হযরত আলী (আ.) এর বিচারকার্য (অনুবাদ : মোঃ শহীদুল হক)।
(১০) ইসলামে মানবজীবনের অধিকার [পূর্ব প্রকাশের পর] (আয়াতুল্লাহ জাওয়াদী আমুলী)।
(১১) ইসলামে বৈবাহিক জীবনের গুরুত্ব (সিমিন দোখত বেহয়াদপুর)।
(১২) ইসলামের দৃষ্টিতে মানুষ (মূল : আয়াতুল্লাহ জাফার সুবহানী, অনুবাদ : মোঃ মাঈন উদ্দীন)
(১৩) মহানবী (স.) এর বিদায় হজ্জ্ব ভাষণের অনুলিপি।#
captcha