IQNA

আজারবাইজানে ‘কোরবানি ঈদ’ নামক সম্মেলন অনুষ্ঠিত

11:58 - October 26, 2012
সংবাদ: 2437850
সামাজিক বিভাগ: আজারবাইজানের রাজধানী বাকুতে ইসলামিক সংস্থার পক্ষ থেকে ‘কোরবানি ঈদ’ নামক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলনে ইসলামিক চিন্তাবিদ, ওলামা, ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান ‘তাহের কারিমালি’, ঐক্য পরিষদের প্রধান ‘আকেফ নাকি’, লিবারেশন সংস্থার প্রধান এবং সুমঘাইট শহরের খাদিজা কোবরা আঞ্জুমান, রোকাইয়া আঞ্জুমান ও নারগিস আঞ্জুমানের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
২৩শে অক্টোবর অনুষ্ঠিত এই সম্মেলনে মুসলমানদের মধ্যে কোরবানি ঈদের গুরুত্ব, কোরবানি ঈদের উৎসব অনুষ্ঠানের নৈতিক ও শিক্ষাগত দিকের আলোকে আলোচনা করা হয়েছে।
এছাড়াও এই সম্মেলনের শেষে ইমাম মোহাম্মাদ বাকের (আ.)এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান উদযাপন করা হয়েছে।
1125509
captcha