মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান আহলে বায়েত ভক্তদের উপস্থিতিতে ইয়েরেভানের কাবুদ মসজিদে অনুষ্ঠিত হবে।
উক্ত শোকানুষ্ঠান মাগরিব ও এশার নামাজের পর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। এছাড়াও ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.) এর জীবনীর আলোকে বক্তৃতা ও মর্সিয়া পরিবেশন করা হবে।
1281022