বার্তা সংস্থা ইকনা: আজ (৪র্থ ফেব্রুয়ারি) সকালে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় হামজা আল-যানজারাবী নামে প্রসিদ্ধ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা নিহত হয়েছে।
ইয়েমের দক্ষিণাঞ্চলের যানজাবার ও শুকরা নামক অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে আল-যানজারাবী নামে প্রসিদ্ধ জালাল বালয়িদ এবং তার দুই সহযোগীর গাড়িতে করে যাওয়া পথে, এ হামলা চালানো হয় এবং হামলার ফলে তিন জনই নিহত হয়।
বালয়িদ এক সময়ে আল কায়েদার কুখ্যাত নেতা ছিল। আল কায়েদার অন্তর্ভুক্ত "আনসার আল-শরিয়া” বিভক্ত হওয়ার কারণে জালাল বালয়িদ দায়েশে যোগ দেই।
জালাল বালয়িদের নেতৃত্বে ইয়েমেনে দায়েশের শাখা চালু হয়।