IQNA

কায়রো বইমেলায় ব্রেইল কুরআন বিতরণ

16:33 - January 29, 2026
সংবাদ: 3478805
ইকনা- সৌদি আরবের ধর্মীয় বিষয়ক, দাওয়াহ ও ইরশাদ মন্ত্রণালয় কায়রোর ৫৭তম আন্তর্জাতিক বইমেলায় দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্রেইল কুরআন “মদিনাতুন নবী (সা.)” বিতরণ করেছে।

আল-ইয়াওম নিউজের বরাত দিয়ে ইকনা জানায়, মেলায় সৌদি আরবের প্যাভিলিয়নে কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্সের প্রকাশিত বিভিন্ন সংস্করণ প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে তৈরি ব্রেইল কুরআন মদিনাতুন নবীবিতরণ করা হয়েছে।

এই কুরআন কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্সের প্রকাশিত সংস্করণ এবং মেলার দর্শনার্থীদের উপহার হিসেবে বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে।

ব্রেইল কুরআন মদিনাতুন নবীউত্থিত বিন্দু (রিলিফ পয়েন্ট) পদ্ধতিতে তৈরি, যাতে দৃষ্টিহীন ব্যক্তিরা আয়াতগুলো স্পর্শ করে পড়তে পারেন। আয়াতের ক্রম ও বিন্যাস পুরোপুরি সংরক্ষিত রয়েছে।

এই কুরআন দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য তিলাওয়াত সহজ করে দিয়েছে এবং তাদেরকে নির্ভরযোগ্য ও প্রমাণিত পদ্ধতিতে কুরআন পাঠ করার সুযোগ দিয়েছে।

উল্লেখ্য, মন্ত্রণালয় এর আগে মেলায় বিভিন্ন আকারের ৫০ হাজার কপি কুরআন বিনামূল্যে বিতরণ করেছে।

কায়রোর ৫৭তম আন্তর্জাতিক বইমেলা ২৩ জানুয়ারি ২০২৬ (৩ ফেব্রুয়ারি) মিসরের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে এবং ৩ ফেব্রুয়ারি ২০২৬ (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে। এবারের মেলার স্লোগান: এক ঘণ্টা পড়া বন্ধ করলে কয়েক শতাব্দী পিছিয়ে যাওয়ামেলায় ৮৩টি দেশের ১৪৫৭টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

captcha