IQNA

ব্রিটেনের মসজিদগুলোতে আমন্ত্রণ জানানো হচ্ছে অমুসলিমদের

9:55 - February 08, 2016
সংবাদ: 2600245
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে অমুসলিমদের জন্যে ৬ষ্ঠ ও ৭ম ফেব্রুয়ারি মসজিদের দুয়ার খুলে দেওয়া হয়েছে। ইসলাম সম্পর্কে বিভিন্ন কুসংস্কার ও ভ্রান্তি ধারণা দুর করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ব্রিটেনের মসজিদগুলোতে আমন্ত্রণ জানানো হচ্ছে অমুসলিমদের

বার্তা সংস্থা ইকনা: মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের পক্ষ থেকে আমার মসজিদ পরিদর্শন দিবসকর্মসূচির মাধ্যমে দেশটির ৮০টিরও অধিক মসজিদ অমুসলিমদের জন্য খুলে দেওয়া হয়েছে।

গত বছরেও একই ধরণের অনুষ্ঠানের আয়োজন করেছিল ব্রিটেনের মুসলমানেরা। গত বছরে অমুসলিমদের পরিদর্শনের জন্য ২০টি মসজিদ খুলে দেওয়া হয়েছিল। সেদেশের অমুসলিমরা এ দিনে মসজিদে এসে মসজিদ পরিদর্শন করেছেন এবং ইসলাম ধর্ম ও মুসলমানদের সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করেছেন।

এ বছরে ব্রিটেনের লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, লিডস, গ্লাসগো, কার্ডিফ, বেলফাস্ট, প্লাইমাউথ এবং ক্যানটারবেরীরর অনেক মসজিদ অমুসলিমদের জন্য খুলে দেওয় হয়েছে।

এছাড়াও উনিশ শতকের শেষ দিকে নির্মিত ব্রিটেনের দুটি বৃহত্তম মসজিদ যথাক্রমে সারির শাহজাহান মসজিদ ও লিভারপুলের আব্দুল্লাহ কুইলিয়াম মসজিদও অমুসলিমদের জন্য খুলে দেওয় হয়েছে।

মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন এ ব্যাপারে জানিয়েছে: অমুসলিমদের সাথে মুসলমানদের সম্পর্ক স্থাপন, ইসলামের বিশ্বাস, মুসলিম সংস্কৃতিকে পরিচয় করানো এবং ইসলাম ধর্ম সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করার উদ্দেশ্য এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এ কাউন্সিল আরও জানিয়েছে: স্থানীয় মসজিদে বিভিন্ন ধর্মের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বলাবাহুল্য গত ২০১৪ সালের গ্রীষ্ম থেকে ২০১৫ সালের গ্রীষ্ম পর্যন্ত ব্রিটেনে ইসলাম বিদ্বেষীদের তৎপরতা প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

iqna

ব্রিটেনের মসজিদগুলোতে আমন্ত্রণ জানানো হচ্ছে অমুসলিমদের

captcha