IQNA

রামাদি এখন দায়েশ মুক্ত

16:28 - February 09, 2016
সংবাদ: 2600255
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সামরিক বাহিনী সেদেশের রামাদি শহর দায়েশ মুক্ত করতে সক্ষম হয়েছে।
রামাদি এখন দায়েশ মুক্ত

বার্তা সংস্থা ইকনা: ইরাক জয়েন্ট অপারেশনস বাহিনী সেদেশের রামাদি শহরের পূর্বাঞ্চল সম্পূর্ণরূপে দায়েশ মুক্ত করতে সক্ষম হয়েছে।

আল ইরাকিয়া চ্যানেল ঘোষণা করেছে: জয়েন্ট ফোর্সে সমূহ বাগদাদ- আল খালিদিয়া- রামাদির রোড সমূহের ওপর পূর্ণনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং যুদ্ধ করে দায়েশদের বহিষ্কার করার পর রামাদির সড়ক সমূহ খুলে দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরাকের জয়েন্ট ফোর্স রামাদি মুক্ত করার পাশাপাশি আল হুসাইবাতুশ শারকিয়ানামক অঞ্চল মুক্ত করেছে।#

iqna

captcha