
বার্তা সংস্থা ইকনা: মস্কোয় মুসলমানদের আধ্যাত্মিক অ্যাডমিনিস্ট্রেশন প্রেস অফিস ঘোষণা করেছে: মস্কোর জামে মসজিদে রাশিয়ার মুসলিম ওলামা এবং নাগরিকদের উপস্থিতিতে ‘কুরআনী ফেস্টিভাল রাশিয়া’ শুরু হয়েছে।
রাশিয়ার মুফতি কাউন্সিল এবং মুসলমানদের আধ্যাত্মিক অ্যাডমিনিস্ট্রেশনের তত্ত্বাবধানে ২৭শে মার্চে মস্কোয় কুরআনী ফেস্টিভাল শুরু হয়েছে। আর এ উপলক্ষে মুসলিম ও অমুসলিমদের জন্য মস্কোর মসজিদ সমূহের দরজা খুলে দেওয়া হয়েছে। সেদেশের মুসলিম ও অমুসলিমদের জন্য আগামী ১০ দিন মস্কোর দরজা সমূহ খোলা থাকবে।
রাশিয়ার মুফতি কাউন্সিল আশাবাদী, উক্ত কুরআনী ফেস্টিভাল ১০ হাজারের অধিক লোক পরিদর্শন করবে।
এছাড়াও উক্ত ফেস্টিভালে কুরআন ও সুন্নাহর বৈজ্ঞানিক অলৌকিক ওয়ার্ল্ড সমিতির সদস্য ‘ইয়াহিয়া হাসান উজিরি’ এবং পবিত্র কুরআনের লিপিকার ও চীনের ইসলামিক স্কুলের আরবী শিক্ষক ‘মোজান কাদির ওফ’ উপস্থিত থাকবেন।
গত বছর চেচেন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ‘রমযান কাদিরওপ’ মস্কোর জামে মসজিদে হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র চুল অনুদান করেন।
‘কুরআনী ফেস্টিভাল রাশিয়া’য় হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র চুল সহকারে হস্তলিখিত কুরআন শরীফের প্রাচীন পাণ্ডুলিপি এবং ধর্মীয় গ্রন্থ দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হবে।
iqna