IQNA

মস্কোয় কুরআন ফেস্টিভাল অনুষ্ঠিত হবে

1:38 - March 21, 2016
সংবাদ: 2600481
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মুফতি কাউন্সিলের তত্ত্বাবধানে ২৭শে মার্চে মস্কোয় কুরআন ফেস্টিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মস্কোয় কুরআন ফেস্টিভাল অনুষ্ঠিত হবে

বার্তা সংস্থা ইকনা: রাশিয়ার মুফতি কাউন্সিল এবং মুসলিম বিষয়ক অফিস ও মুসলিম বিষয়ক ধর্মীয় প্রশাসনের তত্ত্বাবধানে ২৭শে মার্চে মস্কোর জামে মসজিদে কুরআন ফেস্টিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাশিয়ার মুফতি কাউন্সিল ঘোষণা করেছে: আশা করা হচ্ছে, এ ফেস্টিভালে দশ হাজারের অধিক লোক অংশগ্রহণ করবে। উক্ত ফেস্টিভালে হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র চুল সহকারে হস্তলিখিত কুরআন শরীফের প্রাচীন পাণ্ডুলিপি এবং ধর্মীয় গ্রন্থ দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হবে।
কুরআন ফেস্টিভালে ১৪ বছরের নব-যুবকদের জন্য কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
নামাজের আলোকে সেমিনার, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং ‘আল্লাহর গৃহসমূহ (মসজিদ সমূহ)’ শিরোনামে আরবি কবিতা পাঠ প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণের মাধ্যমে উক্ত ফেস্টিভাল শেষ হবে।
iqna


captcha