বার্তা সংস্থা ইকনা: জর্ডানে তিলাওয়াত ও হেফজের আলোকে ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষ করে নারীদের জন্য ‘আল হাশিমী’ শিরোনামে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ইরানের দৃষ্টি প্রতিবন্ধ ‘সামা বাবায়ী’ ৯ম এপ্রিলে জর্ডানের উদ্দেশ্যে সফর করবেন।
জর্ডানের আওকাফ এবং ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ৯ম থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত ‘আল হাশিমী’ শিরোনামে ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ইরানের রাজধানী তেহরানে ‘সামা বাবায়ী’ জীবন যাপন করেন। তিনি ইরানের ৩৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় ৮৫.৬১ নম্বর অর্জন করে শীর্ষ স্থানের অধিকারী হয়েছেন।
বলাবাহুল্য, জর্ডানে পুরুষদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২৫শে জুনে শুরু হয়ে ১ম জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। উক্ত কুরআন প্রতিযোগিতায় ইরানের ‘মুহাম্মাদ বাবাখান’ অংশগ্রহণ করবেন।