IQNA

মসজিদুল হারামের খুতবা থেকে গাজা-সংক্রান্ত অংশ সেন্সর করায় সৌদি টিভির তীব্র সমালোচনায় সোশ্যাল মিডিয়া

9:18 - December 14, 2025
সংবাদ: 3478606
ইকনা- সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া মসজিদুল হারামের জুমার খুতবায় শায়খ সালেহ বিন হুমাইদের গাজা ও ফিলিস্তিনি শিশুদের প্রশংসা-সংক্রান্ত অংশ সেন্সর করে ফেলায় আরব বিশ্বের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খুতবায় শায়খ সালেহ বিন হুমাইদ, যিনি মসজিদুল হারামের ইমাম ও খতিব, ফিলিস্তিনি শিশুদের বীরত্ব ও সাহসিকতার প্রশংসা করেন এবং মুসলিম যুবকদের তাদের থেকে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "ফিলিস্তিনি শিশুদেরকে ভালো গুণে নিজেদের সন্তানদের জন্য আদর্শ বানাও, যাতে তারা তাদের থেকে পুরুষত্ব এবং জালিম শত্রু সিয়োনিস্টের বিরুদ্ধে বীরোচিত অবস্থান শিখতে পারে।" তিনি আরও বলেন যে, ফিলিস্তিনের সন্তানরা প্রকৃতপক্ষে পুরুষ, তারা জালিম ও বর্বর সিয়োনিস্ট শত্রুর সঙ্গে মুখোমুখি যুদ্ধ করেছে, উন্নত অস্ত্রের ভয় না করে সাহসের সঙ্গে দাঁড়িয়েছে এবং আত্মসমর্পণের অপমান গ্রহণ করেনি।

শায়খ আরও জোর দিয়ে বলেন, শহীদদের রক্ত, পুরুষদের ধৈর্য এবং বীরদের অবিচলতা আল্লাহর ইচ্ছায় এমন মহৎ হৃদয়ে ফল দেবে যারা আল্লাহর শত্রুদের সামনে আত্মসমর্পণ করতে অস্বীকার করে। তিনি উল্লেখ করেন যে, ফিলিস্তিন ও কুদস চিরকাল আরব ও মুসলিমদের হৃদয়ে উন্নত ও গৌরবময় থাকবে।

চ্যানেলটি খুতবার এই অংশটি সম্পূর্ণভাবে মুছে ফেলে, যদিও ফিলিস্তিনি জনগণের বিজয়ের জন্য দোয়া-সংক্রান্ত অংশ রেখে দেয়। এই সেন্সরশিপের ঘটনা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং আরব দেশগুলোর ব্যবহারকারীরা সৌদি টিভির এই পদক্ষেপের তীব্র নিন্দা করেন। অনেকে এটিকে রাজনৈতিক চাপের ফল বলে মনে করছেন এবং ফিলিস্তিনি কারণের প্রতি সমর্থন হ্রাসের ইঙ্গিত হিসেবে দেখছেন।

এই ঘটনা সৌদি আরবের ফিলিস্তিন নীতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, যদিও সরকারি সূত্রগুলোতে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।4322514#

 

captcha