IQNA

হালাবে প্রথম ইহুদি সিনাগগ ও স্কুল পুনরায় উদ্বোধন!

12:23 - December 13, 2025
সংবাদ: 3478600
ইকনা- সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, হালাবে দশকের পর দশক বন্ধ থাকা প্রথম ইহুদি সিনাগগ (কেনিসা) ও ইহুদি স্কুল পুনরায় উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সিয়োনিস্ট রেজিমের দুইজন খাখাম (রাব্বি) উপস্থিত ছিলেন।
আরবি২১-এর বরাতে ইকনা নিউজ এজেন্সি জানিয়েছে, হালাবের আল-জামিলিয়া এলাকায় অবস্থিত এই সিনাগগ ও স্কুলটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। একটি ইহুদি সংগঠনের উদ্যোগে আয়োজিত ধর্মীয়-সাংস্কৃতিক অনুষ্ঠানে উত্তর সিরিয়ার একটি সক্রিয় সংগঠন এই সফরের আয়োজন করে। ইসরায়েল থেকে আগমনকারী দুই খাখাম পূর্ব ঘোষণা ছাড়াই এতে যোগ দেন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR) এই সফরের একটি এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করেছে। গত তিন দশকে হালাবে এই ধরনের প্রথম সফর। এটি আল-জামিলিয়া ও বাব আন-নাসর এলাকার দুটি ঐতিহাসিক সিনাগগ পরিদর্শনেরও অংশ।
সংস্থাটি জানিয়েছে, অনুষ্ঠানের নিরাপত্তা অত্যন্ত কঠোর ছিল। সাধারণ নিরাপত্তা বাহিনী পুরো রাস্তা ঘিরে রাখে এবং উদ্বোধনের সময় কাউকে সিনাগগের কাছে ঘেঁষতে দেয়নি।
সফরের উদ্দেশ্য ছিল সিরিয়ার ইহুদিদের সম্পত্তি পরিদর্শন। হালাবের গভর্নর প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ইহুদিদের সম্পত্তির ফাইল গ্রহণ করবেন এবং আসল মালিকদের অধিকার ফিরিয়ে দিতে চেষ্টা করবেন। পূর্ববর্তী শাসনামলে যে দুর্নীতিগ্রস্ত নেটওয়ার্ক এসব সম্পত্তি দখল করেছিল, তা বন্ধ করা হবে।
সূত্রগুলো জানায়, ইসরায়েলি দুই খাখামের এই সফর দামেস্কে অনুরূপ কার্যক্রমের কয়েক সপ্তাহ পর হয়েছে। সেখানে স্থানীয় নেতাদের সঙ্গে গোপন বৈঠক হয়।
এই ঘটনাগুলো প্রমাণ করে, সিয়োনিস্ট রেজিম দক্ষিণ সিরিয়ায় বোমা হামলা, সামরিক আগ্রাসন ও আক্রমণের পাশাপাশি “সফট পাওয়ার” কৌশলের মাধ্যমে সিরিয়ার অভ্যন্তরে প্রভাব বিস্তার করছে। 4322328#
 
captcha