IQNA

হাসান নাসরুল্লাহ’র প্রতি গ্র্যান্ড আয়াতুল্লাহ বাহজাতের প্রজ্ঞাপূর্ণ উপদেশ

17:28 - April 06, 2016
সংবাদ: 2600566
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় গ্র্যান্ড আয়াতুল্লাহ বাহজাতের সাথে পরিচয় এবং তাঁর আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ সম্পর্কে আলোচনা করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ৪র্থ এপ্রিলে উপগ্রহ নেটওয়ার্ক আসিলে দেয়া এক বক্তৃতায় গ্র্যান্ড আয়াতুল্লাহ বাহজাতের সাথে পরিচয় এবং তাঁর আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ সম্পর্কে আলোচনা করেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ।

সৈয়দ হাসান নাসরুল্লাহর আরবী ভাষায় উক্ত আলোচনা ভিডিও ক্লিপ ও ফার্সি ভাষায় ডাবিং করে প্রকাশ করেছে বার্তা সংস্থা ইকনা।

১৬ মিনিটের এই একান্ত সাক্ষাৎকারে সৈয়দ হাসান নাসরুল্লাহ, বিশিষ্ট আরেফ ও আধ্যাত্মিক আলেম আয়াতুল্লাহ আল-উজমা শেইখ মুহাম্মাদ তাকি বাহজাতের (রহ.)কথা স্মরণ করেন।

উক্ত অনুষ্ঠানের পরিচালক শেষ প্রান্তে এসে মরহুম শেইখ মুহাম্মাদ তাকি বাহজাত (রহ.) সম্পর্কে আশ্চর্যজনক প্রশ্ন করেন। সৈয়দ হাসান নাসরুল্লাহর নিকট তার প্রশ্নটি হচ্ছে, ইমাম জামানার (আ.) সাথে কি মরহুম শেইখ মুহাম্মাদ তাকি বাহজাতের (রহ.) কোন সম্পর্ক ছিল? এবং ইমাম জামানা (আ.) কখন আবির্ভাব করবেন এ সম্পর্কে কি মরহুম শেইখ মুহাম্মাদ তাকি বাহজাতের (রহ.) অবগত ছিলেন?

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সাক্ষাৎকারটি দেখার জন্য এখানে ক্লিক করুন

iqna


captcha