IQNA

সন্ত্রাসীর গুলিতে করাচীতে তিন শিয়া মুসলমান নিহত

23:20 - April 09, 2016
সংবাদ: 2600582
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে সন্ত্রাসীরা তিন শিয়া মুসলমানকে গুলি করে হত্যা করেছে।

বার্তা সংস্থা ইকনা: সিন্ধু প্রদেশের পুলিশ অফিসার গারস মাহের জানিয়েছেন: করাচীর উত্তরাঞ্চলে নাজাফ মসজিদ থেকে জুমার নামাজ শেষ করে বাহিরে আসার সময় মোটরসাইকেল আরোহী এক সন্ত্রাসী তিন যুবককে হত্যা করেছে।

হাশের রিজাভী (৪০), আলী সাজ্জাদ (২৭) এবং শামীম রিজাভীকে (৩০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা দল এ হত্যা কাণ্ডের দায়ভার গ্রহণ করেনি। তবে সাধারণত এধরন হামলা তালিবান সদস্যরা করে থাকে।

পাকিস্তানের করাচীতে এধরণের সন্ত্রাসী হামলা ২০১৬ সালে এটাই প্রথম। ২০১৫ সালের ২৪শে জুলাই মোটরসাইকেল আরোহী অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা সাইয়্যেদ রায়িস জাফারিকে হত্যা করেছে।

করাচীতে বিগত ২৫ বছর যাবত রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রদায়িক বিভাজন দৃশ্য বিরাজমান রয়েছে। এসময়ের মধ্যে এ শহরে সহস্রাধিক ব্যক্তি নিহত হয়েছে।

বালাবাহুল্য, সাম্প্রতিক বছরগুলোয় শিয়া মুসলমানদের বিভিন্ন সভায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। পাকিস্তানের শিয়া নেতারা সেদেশের সরকারের নিকট পরিস্থিতি শান্ত এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির প্রদানের আবেদন জানিয়েছেন।

করাচীতে শিয়া মুসলমানদের হত্যার প্রতিবাদে সুন্নি মুসলমানরা তীব্র নিন্দা জানিয়েছে এবং এধরণের কাজকে সেদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্ম করা হচ্ছে বলে অভিহিত করেছে।


iqna




captcha